প্রকাশিত: Wed, Apr 12, 2023 6:36 AM
আপডেট: Tue, May 13, 2025 11:31 AM

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করছে সরকার: মির্জা ফখরুল

রিয়াদ হাসান: বিএপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো অসংখ্য আইন প্রতিষ্ঠা করে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করছে সরকার। অতীতের মতো আবারো ক্ষমতায় যেতে সরকার আইনের অপপ্রয়োগ করছে। তারা ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। তবে এবার আর কোনো অনিয়ম সহ্য করা হবে না। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়, বরং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সরকার হটাতে আন্দোলন করতে হবে।

মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামো’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপি আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে দলটির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান।

মির্জা ফখরুল বলেন, তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। মূলত তারা একটি অবৈধ সরকার। দুর্ভাগ্য হচ্ছে এরা অবৈধ দখলদার হিসেবে পুরো ভূমিকা রাখছে। তারা দেশকে যেদিকে নিয়ে যাচ্ছে তার পরিণতি খুবই ভয়াবহ।

ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে তিনি বলেন, এই ধরনের আইন দিয়ে তারা ক্ষমতাকে আবার নিরঙ্কুশ করতে চায়। নির্বাচনকে সামনে রেখে কেউ যেন রুখে দাঁড়াতে না পারে, অন্যায়ের প্রতিবাদ করতে না পারে এবং নির্বাচনে তাদের কেউ যেন বাধা দিতে না পারে সেজন্য এই আইনগুলো করেছে। একইসঙ্গে অন্যান্য আইনগুলোকে দিয়ে নির্বাচনে তাদের প্রতিপক্ষকে দূরে রেখে পার হয়ে যেতে চায়।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নয়, তারা অসংখ্য আইন তৈরি করে সুযোগ নিচ্ছে যাতে নাগরিকরা কথা বলতে ভয় পায়। যেটুকু মনে পড়ে- ১৯৮৪ নামে একটা সিনেমা আছে, সেটি নর্থ কোরিয়ার যেভাবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল তার ওপর ভিত্তি করে নির্মিত। কীভাবে নাগরিকদের ভয় দেখিয়ে মস্তিষ্কের দিক দিয়ে কীভাবে দাস করে রাখা যায় বাংলাদেশে তার প্রতিচ্ছবি শুরু হয়েছে।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বৈষম্য কমিয়ে সাম্যের একটি দেশ গড়তে একসঙ্গে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। কারণ এই দানব সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছে। একে ঘাড় থেকে নামিয়ে ফেলতে হবে। এজন্য আন্দোলনের কোনো বিকল্প নেই।

মির্জা ফখরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সম্পাদনা: শামসুল বসুনিয়া